বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ডেডসেন্টার ফিল্ম ফেস্টিভালে দেখা হবে ‘সাম্পো’

পোস্ট হয়েছে: মে ২১, ২০২৩ 

news-image

ইরানি শর্ট ফিল্ম ‘সাম্পো’ মার্কিন যুক্তরাষ্ট্রে ২৩তম বার্ষিক ডেডসেন্টার ফিল্ম ফেস্টিভালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
মারজিয়েহ রিয়াহি পরিচালিত, হোসেইন কাকাভান্দ প্রযোজিত এবং মারজান রিয়াহি রচিত চলচ্চিত্রটি ২৩তম বার্ষিক ডেড সেন্টার ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণ করবে।

লিন্ডা কিয়ানি, মরিয়ম বুবানি, হিলডা কোর্ডবাচে এবং হানান আজিজি এই ছবিটিতে অভিনয় করেছেন।

২৩তম বার্ষিক ডেডসেন্টার ফিল্ম ফেস্টিভাল ৮ থেকে ১১ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় অনুষ্ঠিত হবে। উৎসবের বিজয়ী সেরা শর্ট ফিল্ম এবং সেরা শর্ট অস্কার অ্যাকাডেমির অ্যানিমেশন বিভাগে উপস্থাপন করা হবে। সুত্র: মেহর নিউজ।