শনিবার, ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ডুবোড্রোন তৈরি করছে ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০২৩ 

news-image

ইরানের নৌবাহিনী পানির নিচে মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সক্ষম একটি মনুষ্যবিহীন আন্ডারওয়াটার ভেহিকেল (ইউইউভি) উন্মোচন করেছে। দেশীয়ভাবে তৈরি ইউইউভিটি ডুবো ড্রোন হিসেবেও পরিচিত। এটি কোনও মানব চালক ছাড়াই কাজ করতে পারে। শনিবার ইরানের নৌবাহিনীর এক সাফল্য প্রদর্শনীতে ডুবো ড্রোনটি উন্মোচন করা হয়।

পানির নিচে চলাচলকারী যানবাহনটি বিস্তৃত সরঞ্জাম বহন করে পানির নিচের বিভিন্ন খনি আবিষ্কার ও তা বন্ধ করতে পারে। ইরানি ডুবো ড্রোনটি ২৪ ঘণ্টা পানির নিচে অবস্থান করতে সক্ষম এবং ২শ মিটার গভীর পর্যন্ত যেতে পারে। সূত্র: মেহর নিউজ