বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

টোকিও অলিম্পিক: গ্রেকো-রোমান কুস্তিতে ইরানের রেজা গেরায়ীর স্বর্ণ জয়

পোস্ট হয়েছে: আগস্ট ৫, ২০২১ 

news-image

টোকিও অলিম্পিকে  গ্রেকো-রোমান কুস্তিতে স্বর্ণ পদক জিতেছেন ইরানের মোহাম্মদ রেজা গেরায়ী। ৬৭ কেজি ওজন শ্রেণিতে তিনি পদক জয় করেন।চলমান অলিম্পিকে এটি ইরানের দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে শুটিংয়ে ইরানের হয়ে রেকর্ড গড়ে প্রথম স্বর্ণ পদক লাভ করেন শুটার জাওয়াদ ফোরুগি।

ফাইনালে ইউক্রেনের পারভিজ নাসিবোভকে ৯-১ ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন ২৫ বছর বয়সী মোহাম্মদ রেজা গেরায়ী। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন মিশরের মোহামেদ ইব্রাহিম এলসায়েদ ও জার্মানির ফ্র্যাঙ্ক স্টেবার। এদিকে গত মঙ্গলবার গ্রেকো-রোমানের ৯৭ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক লাভ করেন ইরানের মোহাম্মদ হাদি সারভি। ফিনল্যান্ডের আরভি মার্টিন স্যাভোলাইনেনকে ৯-২ ব্যবধানে পরাজিত করে এই পদক জয় করেন।মেহর নিউজ।