মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

টোকিও অলিম্পিকে ইরানের প্রথম প্রতিনিধি দল যাচ্ছে ১৭ জুলাই

পোস্ট হয়েছে: জুলাই ৮, ২০২১ 

news-image

আসন্ন ২০২০ টোকিও অলিম্পিক গেমসে অংশ নিতে ইরানের প্রথম প্রতিনিধি দল আগামী ১৭ জুলাই দেশ ত্যাগ করবে। এদিন অলিম্পিকে ভলিবল (১২ অ্যাথলেট), তাইকোয়ান্দো (৩ অ্যাথলেট), টেবিল টেনিস (১ অ্যাথলেট) ও আর্চারি ( ১ অ্যাথলেট) দল পাঠাবে ইরান।

আশা করা হচ্ছে, ২০২০ অলিম্পিক গেমসে ইরান থেকে মোট ৬৮জন অ্যাথলেট অংশ নেবে। এদের মধ্যে ৫৭ জন পুরুষ এবং বাকি ১১ জন নারী অ্যাথলেট।

২০২০ অলিম্পিক গেমস জাপানের টোকিওতে ২৩ জুলাই শুরু হয়ে পর্দা নামবে ৮ আগস্ট। অলিম্পিকের এবারের আসরে বিশ্বের ২০৫টি দেশের ১১ হাজার ৯১ জন অ্যাথলেট অংশ নেবে। সূত্র: তেহরান টাইমস।