শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

টেবিল টেনিসে যুক্তরাষ্ট্রকে হারালো ইরান

পোস্ট হয়েছে: মে ৩, ২০১৮ 

news-image

ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয় ঘরে তুলেছে ইরানের পুরুষ জাতীয় টেবিল টেনিস দল। প্রতিপক্ষ মার্কিন খেলোয়াড়দের বিরুদ্ধে কঠিন লড়াই করে ৩-২ পয়েন্টে হারিয়ে দুর্দান্ত বিজয় লাভ করে ইরানি স্কোয়াড।

মঙ্গলবার সুইডেনের পশ্চিমাঞ্চলীয় শহর হালমস্টাডে গ্রুপ এইচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় ইরানি দল। এর আগের দিন কাজাখস্তানের কাছে ২-৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয় ইরান।

২৯ এপ্রিল ওপেনিং ম্যাচে পুয়েরতো রিকোকে ৩-০ পয়েন্টে হারিয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করে ইরানের পুরুষ জাতীয় টেবিল টেনিস দল।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় গুপ জি’র খেলায় লিথুনিয়ার মুখোমুখি হয়ে ১-৩ পয়েন্টে পরাজিত হয় ইরানের নারী জাতীয় টেবিল টেনিস দল। এর আগে সকালের ম্যাচে পুয়েরতো রিকোর কাছেও পরাজিত হয় ইরানি নারীরা।

সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কিউবার প্রতিপক্ষদের ৩-১ পয়েন্টে পরাজিত করে ইরানের নারী খেলোয়াড়রা। আগের দিন রোববার প্রতিপক্ষ স্পেনের কাছে ০-৩ পয়েন্টে পরাজিত হয় ইরানের নারী স্কোয়াড।

২০১৮ ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২৯ এপ্রিল শুরু হয়েছে, শেষ হবে ৬ মে। সূত্র: প্রেসটিভি।