রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

জ্ঞানভিত্তিক ফার্মগুলোর বিকাশের ওপর জোর দিলেন রাইসি

পোস্ট হয়েছে: এপ্রিল ৩, ২০২২ 

news-image
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জ্ঞানভিত্তিক অর্থনীতির উন্নয়নকে দেশের অগ্রাধিকারপ্রাপ্ত একটি খাত হিসেবে উল্লেখ করেন এবং কমপ্লেক্সের পরিমাণগত ও গুণগত উন্নয়নের ওপর জোর দেন।
মঙ্গলবার রাজধানী তেহরানের নিকটবর্তী পারদিস শহরে অবস্থিত পারদিস বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
সফরে ইরানি প্রেসিডেন্ট ইরানি কোম্পানিগুলোর উদ্ভাবিত দেশীয় পাঁচটি জ্ঞানভিত্তিক ফার্মাসিউটিক্যাল পণ্যের মোড়ক উন্মোচন করেন।
 রাইসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরিদর্শনকালে জনগণের কাছে সহজে এবং সস্তায় ওষুধ সরবরাহের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।