বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

জুনিয়র কুস্তি বিশ্বকাপে ইরানের শিরোপা জয়

পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২১ 

news-image

জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইরানের ফ্রিস্টাইল কুস্তি দল। বুধবার আন্তর্জাতিক ইভেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হয়।  রাশিয়ার উফায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইরানি কুস্তিগীররা ৫টি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক সহ মোট সাতটি পদক জয় করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফারসি অ্যাথলেটরা এই জয়ের জন্য ছয় বছর ধরে অপেক্ষা করছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো শিরোপা ঘরে তোলার মধ্য দিয়ে। ২০১৫ সালের পর এই প্রথম ইরান জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো।

ফ্রিস্টাইল কুস্তির শীর্ষ অবস্থান দখল করতে ইরান মোট ১৭৮ পয়েন্ট সংগ্রহ করে। ইরানের পাঁচ স্বর্ণজয়ী কুস্তিগীর হল রহমান আমুজাদ খলিলি (৬১ কেজি), ইরফান এলাহি (৭০ কেজি), মোহাম্মাদ নোখোদি (৭৯ কেজি), আমিরহোসেইন ফিরুজপুর (৮৬ কেজি) ও আলি আকবারপুর (১২৫ কেজি)।

অন্যদিকে, মাহদি হাজিলুইয়েন ৯২ কেজিতে রৌপ্য ও আলিরেজা আব্দুল্লাহি ৯৭ কেজিতে ব্রোঞ্জ পদক জিতেছে। সূত্র: তেহরান টাইমস।