মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

জার্মান উৎসবে দেখানো হবে ইরানি শর্টফিল্ম ‘কাতভোমান’

পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০২৩ 

news-image

ইরানি শর্ট ড্রামা ‘কাতভোমান’ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘ফিল্মফেস্ট ওবেরুরসেলে’ দেখানো হবে। ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত জার্মান শহর ওবেরুরসেলে আন্তর্জাতিক এই উৎসব অনুষ্ঠিত হবে।

হাদি শিবানি রচিত এবং পরিচালিত ছবিটিতে দেখানো হয়েছে, বাবা রাতের খাবারের জন্য ঘরে ফিরে আসার আগে একজন মা এবং ছেলে ব্যাটম্যান এবং ক্যাটওম্যানের পোশাক পরে খেলছেন। নাটকের মাধ্যমে শিশু তার বাবা-মা সম্পর্কে একটি কঠিন সত্য আবিষ্কার করে।

চলচ্চিত্রটি অসংখ্য আন্তর্জাতিক ইভেন্টে দেখানো হয়েছে এবং তিউনিসিয়ার ফেস্টিভাল ইন্টারন্যাশনাল ডু ফিল্ম অ্যামেচার ডি কেলিবিয়া – ফিফাক-এ সেরা কথাসাহিত্যের পুরস্কার এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ১০ম ফ্রান্সেস সিনেমা ফর হিউম্যান রাইটস ফেস্টিভালে সেরা শর্ট ফিকশন হিসেবে দর্শক পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। সূত্র: তেহরান টাইমস।