বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

জার্মানিতে ৩ অ্যাওয়ার্ড পেল ইরানি ছবি ‘অরেঞ্জ ডেজ’

পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০১৮ 

news-image

জার্মানিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনটি অ্যাওয়ার্ড জয় করেছে ইরানি ছবি ‘অরেঞ্জ ডেজ’। ৬৭তম ম্যানহেইম-হেইডেলবার্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে এসব পুরস্কার জিতে ফিকশন ফিচারটি। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা আরাশ লাহুতি।

রোববার ম্যানহেইম শহরে চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় সেরা ফিকশন ফিচার ছবির স্বীকৃতিস্বরূপ ‘অরেঞ্জ ডেজ’ গ্র্যান্ড নিউকামার অ্যাওয়ার্ড ম্যানহেইম-হেইডেলবার্গ লাভ করে। ছবিটিতে অসাধারণ পারফরমেন্সের জন্য শীর্ষ অভিনেত্রী হেদিয়েহ তেহরানের বিশেষ প্রশংসা করা হয়।

এছাড়াও ‘অরেঞ্জ ডেজ’ এফআইপিআরইএসসিআই জুরির ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস প্রাইজ ও ইকুইমেনিক ফিল্ম প্রাইজ লাভ করেছে।

তবে দুঃখজনক বিষয় হলো নির্মাতা আরাশ লাহুতি ভিসা জটিলতার কারণে উৎসবে যোগ দিতে পারেন নি। তিনি জার্মান দূতাবাসে সহযোগিতার অভাবে ভিসা পান নি। ফলে তার পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন ছবিটির শীর্ষ অভিনেতা আলি মোসাফা।

৬৭তম ম্যানহেইম-হেইডেলবার্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ১৫ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। বারলিনের পর জার্মানির দ্বিতীয় প্রাচীনতম উৎসব হিসেবে এটিকে বিবেচনা করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।