বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

জাপানকে হারিয়ে এএফসি এশিয়ান কাপের সেমিফাইনালে ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৪ 

news-image

ইরান জাতীয় ফুটবল দল শনিবার ২০২৩ এএফসি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জাপানকে ২-১ গোলে পরাজিত করেছে। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৮তম মিনিটে জাপানের হিদেমাসা মরিতা প্রথম গোল দেন।

৫৫ মিনিটে সরদার আজমাউনের কাছ থেকে দুর্দান্ত পাস পেয়ে ম্যাচ সমতায় ফেরান মোহাম্মদ মোহেব্বি।
দ্বিতীয়ার্ধে ইরান জাপানি দলকে চাপে রাখে। অনেক সুযোগ তৈরি করেও তারা তাদের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।

জাপানের ডিফেন্ডার কো ইতাকুরা হোসেইন কানানিকে নামিয়ে আনার পর অতিরিক্ত সময়ে ইরান দ্বিতীয় গোলটি করে। অধিনায়ক আলিরেজা জাহানবাখশ পেনাল্টিতে টিম মেল্লির ২-১ গোলে জয় নিশ্চিত করেন।

বুধবার সেমিফাইনালে ইরান খেলবে কাতার ও উজবেকিস্তানের বিজয়ীদের সঙ্গে। সূত্র: তেহরান টাইমস