রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

জাতীয় বাজেটে নারীদের জন্য ৬১ শতাংশ বরাদ্দ বাড়াল ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২১ 

news-image

ইরানে আগামী বছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে নারী ও পরিবার বিষয়ক খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ৬১ শতাংশ।
তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, যেহেতু যে কোনো সমাজের সক্রিয় জনসংখ্যার অর্ধেকই নারী। তাই উন্নয়ন ও প্রবৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের এই কার্যকারিতা বাড়াতে আর্থিক সহায়তা বাড়ানো প্রয়োজন। আসন্ন বাৎসরিক জাতীয় বাজেট বিলে সেই বিষয়টিকে বিবেচনায় নেয়া হয়েছে।

আগামী ইরানি অর্থবছরের জন্য সরাসরি নারীদের জন্য মোট ৩৭ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৮৮০ মিলিয়ন ডলার) বরাদ্দ দেয়া হয়েছে। যা চলতি বছরের তুলনায় ৬১ ভাগ বেশি। সূত্র: তেহরান টাইমস।