শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

জর্জিয়ায় শাখা চালু করল তেহরান বিশ্ববিদ্যালয়

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০২৩ 

news-image

জর্জিয়ায় ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের একটি শাখা চালু করার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন বোর্ড সদস্য। নিশ কোলাজ র‌্যাঙ্কিংয়ের ২০২৩ সালের হালনাগাদ তথ্য উল্লেখ করেন বোর্ড সদস্য মেহেদি শাহবাজি। র‌্যাঙ্কিং পর্যালোচনা করলে দেখা যায়, আন্তর্জাতিক ছাত্রদের ভর্তির ক্ষেত্রে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয় শীর্ষে রয়েছে।তিনি আরও উল্লেখ করেন, অক্টোবর ২০২১ থেকে নভেম্বর ২০২২ এর মধ্যে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত নিবন্ধের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলির এই র‌্যাঙ্কিং করা হয়েছে। তিনি বলেন, জর্জিয়ার তেহরান বিশ্ববিদ্যালয়ের একটি শাখা স্থাপনের কাজ শেষ হয়েছে। সূত্র: মেহর নিউজ।