বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ছবিতে ইরান: রঙিন শোভাযাত্রা থেকে অফরোড প্রতিযোগিতা পর্যন্ত

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৫ 

news-image

পার্সটুডে: চলতি ফার্সি অযার মাস (ডিসেম্বর) ইরানের বিভিন্ন শহর নানা ধরনের উৎসব, প্রকৃতির সৌন্দর্য অবলোকন আর খেলাধুলায় ভরপুর ছিল।

হামেদান শহরের রাস্তায় আনন্দ শোভাযাত্রা থেকে কিশ দ্বীপে ৫,০০০ পুরুষ ও মহিলাদের ম্যারাথন দৌড়, ইরানের মাঠে তুলো সংগ্রহ এবং উত্তর ইরানে মাজান্দারানের সুন্দর শরৎ এবং অফ-রোড রেসিং প্রতিযোগিতা, ইরানের বিভিন্ন শহরে বিভিন্ন ইভেন্ট দিয়ে ভরা ছিল এই মাসটি। পার্স টুডের এই সচিত্র প্রতিবেদনে, আমরা চলতি মাসের ছবির ফ্রেমে ইরান দেখানোর প্রয়াস পাব।

হামেদানে ৩০তম আন্তর্জাতিক শিশু ও যুব নাট্য উৎসব

হামাদানে শিশু-কিশোরদের আন্তর্জাতিক নাট্য উৎসব

গত শনিবার (৬ ডিসেম্বর) পশ্চিম ইরানের হামাদান শহরে ৩০তম আন্তর্জাতিক শিশু ও কিশোর নাট্য উৎসব শুরু হয়েছে। উদ্বোধনী দিনে বিভিন্ন নাটকের দল রাস্তায় বর্ণায়্য আনন্দমিছিল বের করে। এই ইভেন্টটি শহরের রাস্তাগুলোকে রঙ, সঙ্গীত এবং হাসির মঞ্চে পরিণত করেছিল।

পবিত্র মিনাসের দিবসের অনুষ্ঠান

তেহরানে আরমেনি খ্রিস্টানদের ‘পবিত্র মিনাস দিবস   

৮ ডিসেম্বর (সোমবার) তেহরানের ‘পবিত্র মিনাস’ গির্জায় দেশের আরমেনি সম্প্রদায়ের মানুষজন একসঙ্গে প্রার্থনা করেছেন। শান্তি ও ভালোবাসার এই দিনের ছবি সত্যিই হৃদয় ছোঁয়া।

ইরানের সেরা অফ-রোডারদের প্রতিযোগিতা

তেহরানে তৃতীয় জাতীয় অফ-রোড চ্যাম্পিয়নশিপ   

তেহরান শহরে অনুষ্ঠিত হয়েছে ইরানের তৃতীয় জাতীয় অফরোড চ্যাম্পিয়নশিপ, যেখানে নারী ও পুরুষ উভয় বিভাগে ছয়টি ক্লাসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাজান্দারানে শরতের অপরূপ সৌন্দর্য

উত্তর ইরানের মাজান্দারানে রঙিন শরৎ

ইরানের উত্তরাঞ্চল মাজান্দারানে শরৎ তার রঙিন পাতা ও শীতল মনোরম আবহাওয়ায় বিশেষ সৌন্দর্য ছড়িয়ে দেয়। লাল-হলুদ-কমলা পাতায় ছেয়ে যাওয়া প্রকৃতির এই রূপ দেখতে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় লেগে গেছে।

কিশ দ্বীপে বিশাল ম্যারাথন

কিশ দ্বীপে ৫,০০০ জনের বিশাল ম্যারাথন

পারস্য উপসাগরের কিশ দ্বীপে পুরুষ ও নারী– দুই গ্রুপে আলাদা আলাদা ১৫ কিমি ও ৪২ কিমি ম্যারাথন হয়েছে। সারা ইরান থেকে হাজার হাজার দৌড়বিদ অংশ নিয়েছেন।

খোরাসান রাজাভি প্রদেশে তুলা ও জাফরান তোলার মৌসুম

তুরবত-এ হায়দারিয়ার বিশাল খেতে এখন তুলা আর লাল জাফরান তোলার ধুম পড়েছে। কৃষকদের হাসিমুখ আর রঙিন ফসলের ছবি দেখলে মন ভরে যায়।

তুলা ও জাফরান তোলার মৌসুম

ডিসেম্বরের এই রঙিন, আনন্দময় ও প্রাণবন্ত ছবিগুলো আবারও মনে করিয়ে দেয় – ইরান শুধু ইতিহাস-সংস্কৃতির দেশ নয়, জীবন্ত উৎসব আর প্রকৃতির দেশও বটে।

পার্সটুডে