শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

চার হাজার চারশ বছর আগেও সতন্ত্র লিখন পদ্ধতি ছিল ইরানের

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২০ 

news-image

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অন্তত চার হাজার চারশ বছর আগে ইরানি মালভূমিতে নিজেদের সতন্ত্র লিখন পদ্ধতি ছিল। ফরাসি প্রত্নতাত্বিক ও তাদের ইরানি সহযোগীরা গবেষণাটি পরিচালনা করেন।

গত নভেম্বরের শেষের দিকে প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া ডেসেট গবেষণাটি প্রকাশ করেন। তিনি একটি প্রকল্প বাস্তবায়নের সময় চার হাজার চারশ বছরের পুরনো খোদাই করা একটি কিউনিফর্মের পাঠোদ্ধার করেন। বিশ্ব বিজ্ঞানে লেখনীর ইতিহাসে এটি একটি সাংস্কৃতিক বিপ্লব হতে পারে। সূত্র: তেহরান টাইমস।