মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

গোলেস্তান প্রদেশে পল্লি জাদুঘরের যাত্রা শুরু

পোস্ট হয়েছে: মে ২০, ২০২১ 

news-image

ইরানের গোলেস্তান প্রদেশে প্রথমবারের মতো পল্লি জাদুঘরের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি জনসাধারণের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শনিবার স্থানীয় পর্যটন কর্মকর্তা মোহাম্মাদ-তহা আসগারিপুর এই তথ্য জানান।

তিনি বলেন, কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, দৈনন্দিন জীবনে ব্যবহৃত সরঞ্জাম, হস্তশিল্প, কাটনা এবং বয়ন সরঞ্জামসহ প্রায় একশ বস্তু জাদুঘরটিতে প্রদর্শন করা হচ্ছে। ফারসিয়ানে অবস্থিত পল্লি জাদুঘর গ্রামটিতে দেশি-বিদেশি পর্যটক আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।

আসগারিপুর আরও বলেন, গ্রামটির ইতিহাস এবং এর ঐতিহাসিক সক্ষমতা, হস্তশিল্প ও ভ্রমণ আকর্ষণ গ্রামটির জন্য টেকসই পর্যটনের ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।