শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

গিলানের হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি বেড়েছে ৫গুণ

পোস্ট হয়েছে: নভেম্বর ২১, ২০২১ 

news-image

কঠোর নিষেধাজ্ঞা ও করোনাভাইরাস মহামারির চ্যালেঞ্জ সত্বেও ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশ থেকে হ্যান্ডিক্র্যাফ্ট পণ্য রপ্তানি বেড়েছে ৫গুণ। প্রাদেশিক পর্যটন দপ্তরের উপপ্রধান ফারজাদ ফারশিদি শনিবার এই তথ্য জানান।তিনি জানান, সরকারি পরিসংখ্যান মতে, গিলান প্রদেশ থেকে ইরানি বছর ১৩৯৮ সালে ১ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের হ্যান্ডিক্র্যাফ্ট পণ্য রপ্তানি হয়। শুল্ক-মুক্ত এবং কর-মুক্ত স্যুটকেস বাণিজ্য ছাড়াই এই রপ্তানি হয়েছে।১৩৯৯ সালে (মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১) প্রদেশ থেকে হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি হয়েছে ৯ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। আগের তুলনায় হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি ৫ গুণ বেড়েছে বলে জানান এই কর্মকর্তা। সূত্র: তেহরান টাইমস।