বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

English

গাড়ির ইঞ্জিন প্রযুক্তিতে অঞ্চলে শীর্ষ তিনে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১, ২০২০ 

news-image

গাড়ির ইঞ্জিন তৈরির প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যের শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে ইরান। ইরান ডেইলির সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির শিল্প, খনি, ও বাণিজ্য মন্ত্রণালয়ের শিক্ষা গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী বারাত কোবাদিয়ান এই তথ্য জানান।

তিনি বলেন, ইরানের শিল্প ও অ্যাকাডেমিক সেন্টারগুলো হাইব্রিড ও ইলেকট্রিক কার ইঞ্জিনের প্রাথমিক নমুনার নকশা প্রণয়ন ও নমুনা তৈরিতে সক্ষম হয়েছে এবং এই ক্ষেত্রে তাদের কাজ অব্যাহত আছে।

কোবাদিয়ান জানান, ইরান বর্তমানে যে পরিবশগত সমস্যার সম্মুখীন তার উপযুক্ত সমাধান ও দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে শিল্প, খনি, ও বাণিজ্য মন্ত্রণালয় হাইব্রিড ও ইলেকট্রনিক গাড়ি উৎপাদনের বিষয়টি তাদের এজেন্ডায় স্থান দিয়েছে।

তিনি বলেন, ‘‘এই খাতে আমাদের ফলিত জ্ঞানকে এগিয়ে নেওয়ার মাধ্যমে কার ইঞ্জন তৈরির জন্য আমাদেরকে অবশ্যই প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে। হাই-টেক ইঞ্জিন উৎপাদনের মধ্য দিয়ে আমাদের কারিগরি জ্ঞানকে অনুশীলনে রূপ দিতে হবে।’’ সূত্র: ইরান ডেইলি।