মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

গাজায় যুদ্ধবিরতি মানে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হওয়া নয়: ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২০, ২০২৫ 

news-image

ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবায়ি বলেছেন,  গাজার যুদ্ধবিরতি যেন যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিকে ভুলিয়ে না দেয়। ন্যায়বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে উপেক্ষা করা যাবে না।

জেনেভায় আইপিইউ’র সম্মেলনের অবকাশে মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়নের বৈঠকে গাজা যুদ্ধ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে হাজিবাবায়ি আরও বলেন, আন্তর্জাতিক সমাজের দায়িত্ব হলো গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যার নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা।

পার্সটুডে জানিয়েছে, ইরানের সংসদের ডেপুটি স্পিকার ইসরায়েলি গণহত্যার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমাদের দেশের সমর্থনের নিন্দা জানিয়ে বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন-শৃঙ্খলার জন্য হুমকি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে।

ইরানের সংসদ সদস্য আরও বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করার কারণে এই অবৈধ অস্তিত্ব মানবিক বিপর্যয় অব্যাহত রেখেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকাকে দুর্বল করেছে।

তিনি গাজার যুদ্ধকে মানবতার বিবেকের একটি বড় পরীক্ষা হিসেবে বর্ণনা করেন এবং মুসলিম বিশ্বে ঐক্য, সংহতি ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনে মর্যাদাপূর্ণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

হাজিবাবায়ি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ, মানবিক সহায়তা প্রেরণ, দখলদার বাহিনী প্রত্যাহার, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি ও ফিলিস্তিনি জাতির অধিকার পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করে এবং এ লক্ষ্য বাস্তবায়নে কূটনৈতিক সব সক্ষমতা ব্যবহার করবে।

বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম আইপিইউ’র ১৫১তম সম্মেলন আজ (রোববার) সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে। সেখানে ইরানের সংসদীয় প্রতিনিধিদল অংশ নিয়েছে।#

 

পার্সটুডে