বৃহস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

গত ৫ মাসে ইরানের তেল-বহির্ভূত বাণিজ্যের পরিমাণ প্রায় ৪৪ বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৫ 

news-image

ইরানের শুল্ক বিভাগের মহাপরিচালক ফারুদ আসগারি গত ৫ মাসে এই দেশের তেল-বহির্ভুত বাণিজ্যের পরিমাণ ঘোষণা করেছেন। মঙ্গলবার  তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ৫ মাসে ইরানের তেল-বহির্ভুত বাণিজ্য হয়েছে ৭৬ মিলিয়ন ৫৩৯ হাজার টন, যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪৩ বিলিয়ন ৯৪০ মিলিয়ন ডলার।

এই সময়ের মধ্যে ইরানের মোট তেল-বহির্ভূত বাণিজ্যের মধ্যে ২০ বিলিয়ন ৯১৭ মিলিয়ন ডলার মূল্যের ৬১ মিলিয়ন ৩৩৩ হাজার টন রপ্তানিতে বরাদ্দ করা হয়।

আসগারির মতে, উল্লিখিত সময়ে ইরানের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল প্রাকৃতিক গ্যাস, তরল প্রোপেন, পেট্রোলিয়াম বিটুমিন (তেল-তর), তরল বুটেন এবং মিথানল।

শুল্ক বিভাগের মহাপরিচালক আরও জানান, ইরানের তেল-বহির্ভুত রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য দেশ ছিল চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, আফগানিস্তান, ওমান ও পাকিস্তান।

পার্সটুডে/