খোর ও বিয়াবানাক মরু পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে
পোস্ট হয়েছে: জানুয়ারি ৮, ২০২৬
তেহরান — ইসফাহান প্রদেশের খোর ও বিয়াবানাক কাউন্টিতে মরু পর্যটন জোরদার, সাসানীয় ঐতিহ্য সংরক্ষণ এবং আবাসিক ও সেবামূলক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে লক্ষ্যভিত্তিক উদ্যোগ নিয়েছে সংস্কৃতি, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়। মরু পর্যটনের সুষম উন্নয়ন ভবিষ্যতে ইরানের সাংস্কৃতিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে।
আইএলএনএ’র প্রতিবেদনে বলা হয়, সংস্কৃতি, পর্যটন ও হস্তশিল্পমন্ত্রী রেজা সালেহি-আমিরি বৃহস্পতিবার খোর ও বিয়াবানাক কাউন্টি সফর অব্যাহত রাখেন এবং খ্যাতিমান কবি হাবিব ইয়াগমাইয়ের সমাধি পরিদর্শন করেন।
জাতীয় সংস্কৃতির এই স্থায়ী ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি সাংস্কৃতিক ঐতিহ্য, স্থানীয় পরিচয় ও টেকসই পর্যটন উন্নয়নের মধ্যে কৌশলগত সংযোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, “ইরানের সংসদে এই অঞ্চলের প্রতিনিধির আমন্ত্রণে আমরা খোর ও বিয়াবানাকের শিক্ষিত, সৎ ও অতিথিপরায়ণ মানুষের ভূমিতে এসেছি। খোর ও বিয়াবানাকের মানুষ সমৃদ্ধ সংস্কৃতি, সামাজিক প্রাণচাঞ্চল্য এবং মূল্যবান মানবসম্পদে সমৃদ্ধ।”
তিনি ইসফাহান প্রদেশের জনগণ, বিশেষ করে নাঈন এবং খোর ও বিয়াবানাক শহরের বাসিন্দাদের প্রতি রাষ্ট্রপতির শুভেচ্ছা পৌঁছে দেন এবং বলেন, “এ অঞ্চলে আগমনের পর থেকেই আমরা বিভিন্ন প্রকল্প ও সক্ষমতা নিবিড়ভাবে পর্যালোচনা করেছি এবং আমি দৃঢ়ভাবে বলতে পারি, অদূর ভবিষ্যতে এই অঞ্চলে সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।”
বায়াজেহ ঐতিহাসিক দুর্গ পরিদর্শনের প্রসঙ্গে সালেহি-আমিরি বলেন, এই স্থাপনাটি অঞ্চলের ঐতিহাসিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনি উল্লেখ করেন, সাসানীয় আমলের এই বিশাল দুর্গ শুধু ঐতিহাসিক গুরুত্বেই অনন্য নয়, বরং এটি আঞ্চলিক সাংস্কৃতিক পর্যটন উন্নয়নের একটি প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এজন্য সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনর্জীবনের ক্ষেত্রে বিশেষ মনোযোগ প্রয়োজন।
তিনি মরু অঞ্চলের পরিবেশব্যবস্থায় ক্যানাত (ভূগর্ভস্থ পানিপথ)-এর ভূমিকার কথা তুলে ধরে বলেন, খোর ও বিয়াবানাকের প্রচুর ও মূল্যবান ক্যানাত প্রাকৃতিক ঐতিহ্য ও সভ্যতার সংযোগে একটি কৌশলগত সম্পদ, যা পুনরুদ্ধার এবং টেকসই সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে সমর্থন করা জরুরি।
সালেহি-আমিরি বলেন, খোর ও বিয়াবানাক গ্রামীণ পর্যটনের ক্ষেত্রে চমৎকার সক্ষমতা রাখে। তিনি যোগ করেন, “মেসর গ্রাম উল্লেখযোগ্য নম্বর অর্জন করে ‘বিশ্বের সেরা পর্যটন গ্রাম’-এর তালিকায় মনোনয়নের যোগ্যতা অর্জন করেছে এবং বর্তমানে অনুকূল অবস্থানে রয়েছে। আমরা বর্তমান পরিস্থিতির তুলনায় এই গ্রামের অবস্থার আরও উন্নয়নের চেষ্টা করব।”
মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের প্রধান দৃষ্টিভঙ্গি হলো মরু পর্যটনের উন্নয়নে মনোযোগ দেওয়া। তিনি বলেন, “ইরানে ২০টিরও বেশি ধরনের পর্যটন থাকলেও মরু পর্যটন দেশের অন্যতম কৌশলগত সুবিধা, যার সম্ভাবনার তুলনায় এখনও যথাযথ বিনিয়োগ হয়নি, অথচ বিশ্বের অনেক দেশ এই পর্যটনে গভীর আগ্রহ দেখাচ্ছে।”
তিনি আরও বলেন, “যথাযথ অবকাঠামো, আবাসন সুবিধা এবং স্বাস্থ্যকর বিনোদনের উপযোগী স্থান গড়ে তুলতে পারলে মরু অঞ্চল পর্যটন অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হতে পারে। এই ক্ষেত্রে খোর ও বিয়াবানাক কাউন্টির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা রয়েছে—বিশেষ করে মেসর গ্রামের বৈশ্বিক মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্তি, যা অঞ্চলের উন্নয়নে একটি বড় অগ্রগতির সূচনা হতে পারে।”
সূত্র: তেহরান টাইমস