বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন সিস্টেমে প্রতিস্থাপন করল ইরান

পোস্ট হয়েছে: জুলাই ২৩, ২০২৫ 

news-image

ইসরাইরের সাথে সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন সিস্টেম দিয়ে সফলভাবে প্রতিস্থাপন করেছে ইরান। এর মধ্য দিয়ে আকাশ প্রতিরক্ষা পুরোপুরি পুনরুদ্ধার করে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা।

ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর ডেপুটি ফর অপারেশনস রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি বলেছেন, তার দেশ বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এবং ক্ষতিগ্রস্তগুলি প্রতিস্থাপন করে আকাশসীমার সম্পূর্ণ কভারেজ বজায় রাখতে এবং ইরানের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

মুসাভি সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর অর্জনের কথা উল্লেখ করে বলেন, ‘‘এই আরোপিত যুদ্ধে ইহুদিবাদী শত্রুর প্রথম লক্ষ্য ছিল আমাদের রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমরেডরা তাদের স্টেশনে ২৪ ঘণ্টা অবস্থান করে শত্রুর মোকাবেলা করে।’’

যুদ্ধের সময় ইহুদিবাদী রাষ্ট্রটির অপরাধের কথা উল্লেখ করে মুসাভি বলেন, “অপরাধী ইহুদিবাদী সরকারের ইরানের মাটিতে কাপুরুষোচিত আক্রমণের পেছনে নির্দিষ্ট লক্ষ্য ছিল।”

তিনি দেশের আকাশ সুরক্ষায় আকাশ প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতার উপর জোর দিয়ে বলেন, “ইহুদিবাদী শত্রু ইরানের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে ছিল। এই যুদ্ধে আমাদের কিছু ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের কমরেডদের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত ব্যবস্থাগুলি প্রতিস্থাপন করা হয়েছে এবং পূর্বনির্ধারিত অবস্থানে মোতায়েন করা হয়েছে।”

সূত্র: মেহর নিউজ