মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সামরিক বাজেট দ্বিগুণ বাড়াচ্ছে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ৩১, ২০২৪ 

news-image

প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে দেশের সামরিক বাজেট প্রায় ২০০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান সরকার। মঙ্গলবার পেজেশকিয়ান প্রশাসন দেশের সামরিক বাজেট দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব ঘোষণা করেছে।

সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে দেশের সামরিক বাজেট প্রায় ২০০ শতাংশ বাড়ানো হবে বলে জানান। তিনি বলেন, আসন্ন অর্থবছরের জন্য ইরানের সংসদে পেশ করা বাজেট বিলে প্রশাসন একাধিক খাত বিবেচনা করেছে।

মোহাজেরানি বাজেট সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাননি এবং তেহরান প্রস্তাবিত বাজেটের সঠিক পরিসংখ্যানও প্রকাশ করেননি।

তবে কিছু পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক বলছে, আগের বছর ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় ১০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র- তেহরান টাইমস