বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ইরানি চলচ্চিত্র অনুষ্ঠান

পোস্ট হয়েছে: আগস্ট ২৭, ২০১৭ 

news-image

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইন (ইউসিআই) ইরানি চলচ্চিত্র অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

চলচ্চিত্র অনুষ্ঠানে দেখানোর জন্য বেশ কিছু সংখ্যক ছবি সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। এরমধ্যে রেজা মিরাকারিমি পরিচালিত ‘ডটার’, সাইদ রুস্তায়য়ের ‘লাইফ+১ ডে’ ও নারগেস আবিয়ারের ‘ব্রেদ’ অন্যতম। তিনদিন ব্যাপী অনুষ্ঠানে ছবিগুলো ধারাবাহিকভাবে দেখানো হবে।

এছাড়া এ অনুষ্ঠানে প্রশংসিত প্রামাণিক তথ্যচিত্র মেহেরদাদ ওসকুই পরিচালিত ‘স্টারলেস ড্রিমস’ ও রাখশান বানি-ইতামেদ পরিচালিত ‘হেই হিউম্যানস’ পর্যালোচনা করা হবে।

চলচ্চিত্র অনুষ্ঠানটির আয়োজন করেছে ফারহাং ফাউন্ডেশন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এ সংগঠনটি ইরানি শিল্প, সংস্কৃতি ও ইতিহাসের প্রচারণা চালিয়ে থাকে।  সূত্র: তেহরান টাইমস।