কেরমান সমভূমিতে প্যালিওলিথিক যুগ থেকে মানুষের বসবাস
পোস্ট হয়েছে: মে ১৩, ২০২৫

দক্ষিণ ইরানের কেরমানের কেন্দ্রীয় সমভূমিতে প্যালিওলিথিক যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত ক্রমাগত মানুষের বসবাসের প্রমাণ খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকদের একটি দল।
প্রত্নতাত্ত্বিক দলের প্রধান এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গোহারিজ কানাতের পরিচালক আমিন মাহানি এই তথ্য জানান। তিনি বলেন, কেরমানের মাহান জেলায় প্রত্নতাত্ত্বিক জরিপের প্রথম মৌসুমে আবিষ্কৃত হওয়া প্রাগৈতিহাসিক মানব বসতির চিহ্ন সহ উল্লেখযোগ্য প্রমাণাদি প্রকাশিত হয়েছে।
সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত এই প্রকল্পটি মাহান অঞ্চলে প্রত্নতাত্ত্বিক স্থান, ঐতিহাসিক এলাকা এবং প্রাচীন বসতি সনাক্তকরণের কাজ করছে। এই আবিষ্কারগুলিতে প্যালিওলিথিক যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মানব বসতির একটি ধারাবাহিক সময়রেখা রয়েছে। এতে এই অঞ্চলে মানব বসতির বিবর্তনের মূল্যবান অন্তর্দৃষ্টি উঠে এসেছে।
প্রাচীন স্থানগুলির মানচিত্র তৈরির পাশাপাশি জরিপে ভূগর্ভস্থ পানি সম্পদ, বিশেষ করে কানাত, মানব বসতির ধরনে প্রভাবও পরীক্ষা করা হয়েছে। কানাত এবং অন্যান্য পানি ব্যবস্থাপনা কাঠামোর উন্নয়নের উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়। কারণ কানাত এই অঞ্চলের ঐতিহাসিক বাসস্থান এবং কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
