কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রথম যৌথ দলিল অনুমোদন করবে ইসলামী দেশগুলো
পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০২৫

ইসলামিক দেশগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত প্রথম বহুপাক্ষিক দলিল অনুমোদিত হওয়ার কথা রয়েছে।১৮ থেকে ২০ মে তেহরানে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি-১৫) সংলাপ প্ল্যাটফর্মের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের যৌথ দলিল অনুমোদন করা হবে। ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী হোসেইন সিমাই-সারফ এই তথ্য জানান।
মন্ত্রী জানান, এই প্ল্যাটফর্মের লক্ষ্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নেতৃস্থানীয় ইসলামী দেশগুলির সক্ষমতা কাজে লাগিয়ে মুসলিম দেশ ও সমাজের মুখোমুখি প্রধান বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং উচ্চশিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করা। খবর ইসনার
রোববার ওআইসি-১৫ সদস্য রাষ্ট্রগুলির রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই কর্মকর্তা এই মন্তব্য করেন। সূত্রঃ তেহরান টাইমস