মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

করোনা: নাকে ব্যবহারের মাস্ক তৈরি করলেন ইরানি গবেষকরা

পোস্ট হয়েছে: এপ্রিল ২৫, ২০২২ 

news-image

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইন্ট্রানাসাল মাস্কের জন্য বিশ্বব্যাপী পেটেন্ট নিবন্ধন করতে সক্ষম হয়েছেন এক দল ইরানি গবেষক।গেল ৭ এপ্রিল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রকাশিত প্যাটার্নটির ডিজাইনও তৈরি করেছেন মেইসাম আখলাগদৌস্ত, আলিরেজা জালি, আতুসা হাশেমি, নুশা আরাং, ফাতেমেহজাহরা হাশেমি, ইলিয়া মেহরিজি এবং পুরিয়া দাউদি।উল্লেখ্য, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির মুখ ও নাক থেকে কাশি বা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়ানো ফোটার মাধ্যমে করোনাভাইরাস অন্যদের কাছে ছড়াতে পারে। এজন্য নিজেকে এবং অন্যদের রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায় হলো মাস্ক পরা।বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘক্ষণ মাস্ক পরার ফলে কিছু শ্বাসনালী এবং ত্বকে অ্যালার্জি হতে পারে। কম ঘনবসতিপূর্ণ এলাকায় বা গরম পরিবেশে ফেস মাস্কের নিয়মিত ব্যবহার হতাশাজনক এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে।এছাড়া পরিচয়, চেহারা, এমনকি হাসি বা বিভিন্ন মুখের অভিব্যক্তিতে প্রকাশ করতে না পারার কারণে ভবিষ্যতে মানসিক সমস্যারও কারণ হতে পারে। অন্যদিকে, হেয়ার সেলুন এবং রেস্তোরাঁর মতো পরিবেশে ফেস মাস্ক পরা অসম্ভব।ইরানি গবেষকদের উদ্ভাবিত ইন্ট্রানাসাল মাস্কে শ্বাস নেয়া ও ছাড়ার জন্য রয়েছে ৫টি স্তর। নাকের ভেতর দুটি স্পাইরাল কোন দিয়ে এটি স্থাপন করা হয়।ইরানের আবিষ্কারটি প্রথম আন্তর্জাতিক উদ্ভাবন এবং উদ্ভাবন প্রতিযোগিতায় রৌপ্য পুরস্কার জিতেছে। ২০২১ সালের জুলাই মাসে সুইজারল্যান্ডের জেনেভাতে অনলাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।