বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়া তাইকোয়ান্দো পুমসাই চ্যাম্পিয়নশিপে ইরানের ১৭ মেডেল

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২০ 

news-image

২০২০ এশিয়া তাইকোয়ান্দো পুমসাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে একটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক জিতেছেন ইরানি অ্যাথলেটরা। এবারের আসর থেকে ইরানি স্কোয়াড মোট ১৭টি মেডেল ঘরে তুলেছে।

২০২০ এশিয়া তাইকোয়ান্দো পুমসাই চ্যাম্পিয়নশিপ ১২ থেকে ১৪ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় স্বতন্ত্র ও উদ্ভাবনী- দুটি পৃথক বিভাগ রয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে একটি দেশ থেকে সর্বোচ্চ দুজন খেলোয়াড় অংশ নিতে পারে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।