বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ইরানের চার মেডেল

পোস্ট হয়েছে: জুন ১, ২০২১ 

news-image

২০২১ এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে চারটি মেডেল জিতেছে ইরানি বক্সাররা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৪ থেকে ৩১ মে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৭টি দেশের দেড়শ জন মুষ্টিযোদ্ধা অংশ নেন।

বক্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৬০ কেজি ওজন-শ্রেণির ফাইনাল বুটে ইরানের দানিয়াল শাহবাখশ রুপার মেডেল জয় করেন। তিনি মঙ্গোলিয়ার এরদেনেবাতিয়ান তেসেন্দবাতারের কাছে হেরে দ্বিতীয় স্থান লাভ করেন।

ইরানি মুষ্টিযোদ্ধা মেইসাম ঘেশলাঘি পুরুষদের ৮১ কেজিতে বিশ্ব চ্যাম্পিয়ন উজবেকিস্তানের দিশশোদবেক রুজমেতভের কাছে পরাজিত হয়ে রুপার মেডেল লাভ করেন।

এরআগে ইরানি বক্সার শাহিন মুসাভি ও পুরিয়া আমিরি ৭৫ কেজি ও +৯১ কেজিতে ব্রোঞ্জ মেডেল জিতেন। ২০০৫ সালের পর এবার সবচেয়ে ভালো ফল করেছেন ইরানি মুষ্টিযোদ্ধারা। সূত্র: তেহরান টাইমস।