মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ার সেরা রেসলিং কোচ নির্বাচিত হয়েছেন দুই ইরানি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২২ 

news-image

মোহাম্মদ বানা এবং পেজমান দোরোস্তকার কুস্তির উভয় স্টাইলে সেরা এশিয়ান কোচ নির্বাচিত হয়েছেন।এশিয়ান রেসলিং কাউন্সিল তাদের ইনস্টাগ্রাম পেজে ২০২২ সালে এশিয়ান রেসলিং ফিল্ডে যথাক্রমে গ্রেকো-রোমান এবং ফ্রিস্টাইল শৈলীতে মোহাম্মদ বানা এবং পেজমান দোরোস্তকারকে সেরা কোচ হিসেবে ঘোষণা করেছে।এশিয়ান এবং বিশ্ব উভয় প্রতিযোগিতায় ইরানের জাতীয় দলের দেখানো ভাল পারফরম্যান্সই এই সেরা কোচ নির্বাচনের কারণ ছিল। সূত্র: মেহর