শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে এবার ভারতকে হারালো ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২০, ২০২২ 

news-image

২০২২ এশিয়ান পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের বি গ্রুপে বুধবার ভারতকে ৪২-২৯ গোলের ব্যবধানে হারিয়েছে ইরান। এর আগের ম্যাচে পার্সিয়ানরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২-১০ গোলের বিশাল ব্যবধানে জয় ঘরে তোলে। পরের ম্যাচে বৃহস্পতিবার সৌদি আরবের বিপক্ষে খেলবে ইরান হ্যান্ডবল দল।প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। এখান থেকে সেমিফাইনালের দল নির্ধারিত হবে।এশিয়ান পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ১৮ জানুয়ারি শুরু হয়েছে এবং চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।সবগুলো ম্যাচ সৌদি আরবের দাম্মামের ক্রীড়া মন্ত্রণালয়ের হলে অনুষ্ঠিত হচ্ছে।চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচটি দল ২০২৩ সালের বিশ্ব পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করবে। পোল্যান্ড ও সুইডেন যৌথভাবে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়েঅজন করবে। সূত্র: তেহরান টাইমস।