বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান প্রতিযোগিতায় ইরানি নারী রোয়ারদের দুই স্বর্ণপদক

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৩ 

news-image

থাইল্যান্ডের পাতায়ায় ২০২৩ এশিয়ান জুনিয়র রোয়িং চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণপদক জিতেছে ইরানি রোয়াররা। হেভিওয়েট নারীদের ডাবল স্কালস রোয়িংয়ের চূড়ান্ত পর্যায়ে কিমিয়া জারেই এবং ফাতেমে মোজাল্লালের সমন্বয়ে গঠিত ইরানি স্কোয়াড প্রথম নৌকা হিসেবে শেষ লাইনে পৌঁছান।

হেভিওয়েট নারীদের ডাবল স্কালস প্রতিযোগিতায় ভিয়েতনাম এবং কাজাখস্তান যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে।

এছাড়াও, কিমিয়া জারেই লাইটওয়েট একক স্কাল্সে স্বর্ণপদক জিতেছেন এবং থাইল্যান্ড ও কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীরা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। সূত্র: মেহর নিউজ