এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইরানি ক্রীড়াবিদদের দুই স্বর্ণপদক
পোস্ট হয়েছে: জুন ১, ২০২৫
 
  
		  	গেল বৃহস্পতিবার ২০২৫ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ইরানের রেহানে মোবিনি এবং মোহাম্মদরেজা তাইয়েবি দুটি স্বর্ণ জিতেছেন। তেহরান টাইমসের মতে, মহিলাদের লং জাম্পে মোবিনি আরানি ৬ দশমিক ৪০ মিটার লাফিয়ে স্বর্ণ জিতেছেন।
 ভারতীয় জাম্পার অ্যান্সি সোজান এডাপিলি এবং শৈলী সিং যথাক্রমে ৬ দশমিক ৩৩ মিটার এবং ৬ দশমিক ৩০ মিটার লাফিয়ে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছেন।
ভারতীয় জাম্পার অ্যান্সি সোজান এডাপিলি এবং শৈলী সিং যথাক্রমে ৬ দশমিক ৩৩ মিটার এবং ৬ দশমিক ৩০ মিটার লাফিয়ে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছেন।পুরুষদের শটপুটে ইরানের তাইয়েবি ২০ দশমিক ৩২ মিটার থ্রো করে স্বর্ণ জিতেছেন। চীনের জিং জাইলিয়াং ১৯ দশমিক ৯৭ মিটার থ্রো করে রৌপ্য জিতেছেন এবং সৌদি আরবের মোহাম্মদ ডি তোলু ১৯ দশমিক ৯২ মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক জিতেছেন। সূত্র: মেহর নিউজ
