বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান চ্যাম্পিয়নশিপে কাতারকে হারাল ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২৩ 

news-image

মঙ্গলবার এফআইবিএ অনুর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর বি গ্রুপে স্বাগতিক কাতারকে ৮৬-৬৫ ব্যবধানে পরাজিত করেছে ইরান। সিনা মোহাম্মদির টানা দ্বিতীয় খেলায় ২০ পয়েন্টের বেশি স্কোর করে ২৬ পয়েন্ট নিয়ে ৩টি রিবাউন্ড, ৩টি অ্যাসিস্ট এবং ৪টি স্টিলসহ জয় লাভ করে।

কাতারের উচ্চাভিলাষী মহম্মদ মাসাম্বা এনদাওর আরেকটি বড় খেলা উপহার দেয়। সে ২৪ পয়েন্ট নিয়ে ১০ রিবাউন্ড, ৪টি অ্যাসিস্ট এবং ৩০ ইএফএফ-এর জন্য ৪টি স্টিল লাভ করে। কিন্তু গ্রুপ পর্বে কাতারের দ্বিতীয় জয়ের জন্য এটি যথেষ্ট ছিল না।

গ্রুপ বিজয়ী হিসেবে জাপান কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে। ইরানকে বৃহস্পতিবার গ্রুপ এ’র তৃতীয় দলের সাথে প্রতিযোগিতা করতে হবে। সূত্র: মেহর নিউজ