মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়ন ইরান ফ্রিস্টাইল দল

পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০২৪ 

news-image

ইরান ফ্রিস্টাইল দল শুক্রবার সাত বছরের মধ্যে ষষ্ঠবারের মতো ২০২৪ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।দল মেল্লি ১৯০ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে। জাপান ১৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর স্বাগতিক কিরগিজস্তান ১২১ পয়েন্ট নিয়ে প্রতিবেশী কাজাখস্তানের থেকে তিন পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

ইরানের ফ্রিস্টাইলাররা কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জ জিতেছেন।

রহমান আমুজাদ (৬৫ কেজি), আমিরমোহাম্মদ ইয়াজদানি (৭০ কেজি), মোহাম্মদ নোখোদি (৭৯ কেজি), আমির হোসেন ফিরোজপুর (৯২ কেজি) এবং আমির হোসেন জারে (১২৫ কেজি) পাঁচটি স্বর্ণপদক জিতেছেন।

এছাড়াও, হোসেন আবুজারি (৭৪ কেজি), হাদি ভাফাইপুর (৮৬ কেজি) এবং মোহাম্মদ হোসেইন মোহাম্মদিয়ান (৯৭ কেজি) তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন। সূত্র- তেহরান টাইমস