রবিবার, ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এমিরেটস ব্যালন ডি’অর জিতলেন ইরানি ফুটবলার আজমুন

পোস্ট হয়েছে: আগস্ট ১০, ২০২৫ 

news-image

ইউএই প্রো লিগ ক্লাব শাবাব আল আহলির ফরোয়ার্ড হিসেবে খেলা ইরানি পেশাদার ফুটবলার সরদার আজমুন এমিরেটস ব্যালন ডি’অর জিতেছেন।

আজমুন তার স্বদেশি মেহেদি গায়েদি এবং কাইও লুকাসের সাথে সংযুক্ত আরব আমিরাত প্রো লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

সরদার আজমুন ২১টি খেলায় ১১টি গোল এবং ৬টি অ্যাসিস্টের স্ট্যাট লাইন অর্জন করেছেন।

তিনি শাবাব আল আহলিতে অভিষেক ম্যাচে সংযুক্ত আরব আমিরাত প্রো-লিগও জিতেছেন। পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাত সুপার কাপ, প্রেসিডেন্ট কাপ এবং সংযুক্ত আরব আমিরাত/কাতার সুপার কাপও জিতেছেন। সূত্র: মেহর নিউজ