বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এভিসি চ্যালেঞ্জ কাপে ফিলিপাইনকে হারালো ইরান

পোস্ট হয়েছে: জুন ২৫, ২০২৩ 

news-image

শনিবার মেয়েদের ২০২৩ এভিসি চ্যালেঞ্জ কাপে ফিলিপাইনকে ৩-০ (২৫-২০, ২৫-১৩, ২৫-১৬) গোলে হারিয়েছে ইরান৷ পঞ্চম স্থানের জন্য রোববার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইরানের মেয়েরা।

ইন্দোনেশিয়ার গ্রেসিকে চলমান এই টুর্নামেন্টটিতে ১১টি এশিয়ান দল অংশ নিয়েছে। ২০২৩ এভিসি চ্যালেঞ্জ কাপ পূর্ব জাভার ত্রি ধর্ম পেট্রোকিমিয়া গ্রেসিক জিমনেসিয়ামে ১৮ থেকে ২৫ জুন অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।