মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

এবার প্রতিবেশী দেশগুলিতে ইসরাইলি গতিবিধি পর্যবেক্ষণে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ১, ২০২৫ 

news-image

ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালাতে প্রতিবেশী দেশগুলির মাটি ব্যবহার করার জন্য ইসরাইলি যেকোনো গতিবিধির উপর নিবিড় নজর রাখছে তেহরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য জানান।

তিনি বলেন, ইরান সংশ্লিষ্ট দেশগুলিকে এই বিষয়ে সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদন, গোয়েন্দা তথ্য এবং জল্পনা-কল্পনা সম্পর্কে অবহিত করেছে।

বাঘাই আরও বলেন, ব্যতিক্রম ছাড়াই সব প্রতিবেশী দেশ আমাদের আশ্বস্ত করেছে যে, তারা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য ইহুদিবাদী সরকারকে তাদের স্থান বা ভূখণ্ডের অপব্যবহার করতে দেবে না। খবর প্রেস টিভির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশগুলি সুপ্রতিবেশী নীতি এবং আন্তর্জাতিক আইন-উভয় কাঠামোর আওতায় অবশ্যই তাদের কর্তব্য এবং প্রতিশ্রুতি সম্পর্কে সচেতন।

বাঘাই আরও বলেছেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কোনও দেশের তৃতীয় দেশের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের জন্য অন্য দেশকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব দেশ ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ডের অপব্যবহারের প্রতিবেদনগুলিকে “স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে” প্রত্যাখ্যান করেছে এবং তেহরানকে আশ্বস্ত করেছে যে, তারা ভবিষ্যতে কখনও এই ধরনের অনুমতি দেবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, বিষয়টি এখনও তদন্তাধীন। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা ও সামরিক কর্তৃপক্ষ এই বিষয়ে প্রতিবেদনগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রতিবেদনগুলি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। সূত্রঃ মেহর নিউজ