মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

এবছর ৪.৫ বিলিয়ন ডলারের প্রকৌশল পরিষেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ইরানের

পোস্ট হয়েছে: আগস্ট ২৬, ২০২৫ 

news-image

ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা (টিপিও) চলতি ইরানি বছরের শেষ নাগাদ (২০২৬ সালের মার্চের শেষের দিকে) কারিগরি ও প্রকৌশল পরিষেবা রপ্তানি ৪.৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে। সোমবার দেশটির একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

টিপিওর জ্ঞান-ভিত্তিক পণ্য ও প্রকৌশল পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান সোহরাব সালিমি বলেছেন, এই রপ্তানির বেশিরভাগই বছরের দ্বিতীয়ার্ধে ঘটে, যার ফলে লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে।

তিনি উল্লেখ করেছেন, ইরানি ঠিকাদাররা গত ৩২ বছরে আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি তৈরি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, চীন এবং তুরস্কের প্রধান সংস্থাগুলির সাথে প্রতিযোগিতা করছে।

রপ্তানির স্তরে ওঠানামা সত্ত্বেও সালিমি বলেছেন, বছরের পর বছর ধরে সরকারি প্রণোদনা এই ক্ষেত্রে ইরানের ভূমিকা সম্প্রসারণে সহায়তা করেছে।

সালিমি বলেন, সম্প্রতি প্রতিবেশী দেশগুলিতে বেশ কয়েকটি প্রকল্প চালু করা হয়েছে, যা ইরানি ঠিকাদাররা স্বাধীনভাবে এবং যৌথ উদ্যোগে পরিচালনা করছে।

তিনি আরও বলেন, বেশিরভাগ রপ্তানি গন্তব্যস্থল কাছাকাছি, কারণ ভারী যন্ত্রপাতি এবং সরঞ্জামের জন্য প্রায়শই অস্থায়ী রপ্তানি অনুমতির প্রয়োজন হয়।

অগ্রাধিকার বাজারগুলির মধ্যে রয়েছে সিআইএস দেশ, ইরাক, উপসাগরীয় রাষ্ট্র, আফগানিস্তান এবং পাকিস্তান।

তিনি বলেন, টিপিও উচ্চ রপ্তানি কাউন্সিলের কাছে উপস্থাপনের জন্য ইঞ্জিনিয়ারিং পরিষেবা রপ্তানির জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রস্তুত করছে। সূত্র: তেহরান টাইমস