সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

এফআইভিবি বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২৫ 

news-image

মঙ্গলবার ইরান সার্বিয়াকে ৩-২ সেটে (২৩-২৫, ২৫-১৯, ২৪-২৬, ২৫-২২, ১৫-৯) হারিয়ে ২০২৫ সালের এফআইভিবি পুরুষদের ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

টিম মেল্লি (ইরানের জাতীয় দল) বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে।

তেহরান টাইমস অনুসারে, অন্যান্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে যুক্তরাষ্ট্র বুলগেরিয়ার বিপক্ষে, পোল্যান্ড তুরস্কের বিপক্ষে এবং ইতালি বেলজিয়ামের বিপক্ষে খেলবে।

ইরান-চেক প্রজাতন্ত্র ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে যুক্তরাষ্ট্র-বুলগেরিয়া ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে।

টুর্নামেন্টটি ম্যানিলার এস এম মল অফ এশিয়া এরেনা এবং স্মার্ট আরানেটা কলিসিয়ামে চলছে। আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে ইতালি তাদের শিরোপা ধরে রাখবে নাকি নতুন কোনো চ্যাম্পিয়ন উঠে আসবে। সূত্র: মেহর নিউজ