ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতল ইরান
পোস্ট হয়েছে: জুলাই ১৮, ২০২৩

ইসলামি প্রজাতন্ত্র ইরান অনূর্ধ্ব ২১ ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। রোববার রাতে ২০২৩ এফআইভিবি ভলিবল পুরুষদের অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ইরান শিরোপাধারী ইতালিকে ৩-২ (২৫-২০, ২৩-২৫, ২৩-২৫, ২৫-১৬, ১৫-৯) ব্যবধানে হারিয়েছে।
ইরানের হয়ে আমিরমোহাম্মদ গোলজাদেহ ২০ পয়েন্ট সংগ্রহ করেছেন এবং ইতালির আলবার্তো বোভোলেন্তা ২১ পয়েন্ট করেছেন।প্রতিযোগিতার ইতিহাসে এটি ছিল ইরানের দ্বিতীয় স্বর্ণজয়ী ম্যাচ। ২০০৭ সালে ইরান একটি ব্রোঞ্জপদকও জিতে।
আগের দিন আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বুলগেরিয়া।প্রতিযোগিতায় ইরান থাইল্যান্ড (দুইবার), তিউনিসিয়া, বাহরাইন, পোল্যান্ড, আর্জেন্টিনা ও ইতালিকে পরাজিত করে।
এফআইভিবি ভলিবল ৭ থেকে ১৬ জুলাই বাহরাইনের মানামায় অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।