সোমবার, ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

এফআইভিবি অনুর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২৫ 

news-image

২০২৫ এফআইভিবি ভলিবল পুরুষদের অনুর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এক সেটে পিছিয়ে থেকেও রবিবার ইতালিকে ৩-১ (১৫-২৫, ২৫-১৮, ২৫-২২, ২৫-১৪) ব্যবধানে হারিয়েছে ইরান।

মতিন হোসেইনি ১৮ পয়েন্ট নিয়ে ইরানের নেতৃত্ব দেন, যেখানে ইতালির হয়ে টমাসো বারোত্তো ১৪ পয়েন্ট সংগ্রহ করেন। আগের ম্যাচে ইরান ইতালিকে ৩-২ গোলে পরাজিত করে।

প্রতিযোগিতায় এটি ছিল ইরানের নবম জয়। তরুণ পারস্যরা প্রতিযোগিতায় কাজাখস্তান, পুয়ের্তো রিকো, দক্ষিণ কোরিয়া, কানাডা, পোল্যান্ড, আর্জেন্টিনা, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করে।

আগের দিন, ব্রোঞ্জ পদক ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র চেক প্রজাতন্ত্রকে ৩-০ (২৫-২০, ২৫-১৯, ২৫-১৮) হারায়। প্রতিযোগিতাটি ২১ থেকে ৩১ আগস্ট চীনের জিয়াংমেনে অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস