মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এফআইবিএ নারী এশিয়া কাপে ইরানের দ্বিতীয় জয়

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০২৩ 

news-image

এফআইবিএ নারী এশিয়া কাপ ২০২৩ এর ডিভিশন বি-তে ইরান সোমবার মঙ্গোলিয়াকে ৭০-৩৩-এ হারিয়েছে।
এর আগে টিম মেল্লি গ্রুপ এ-তে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৬৫-৫৯ গোলে হারায়।

দেলারাম ভাকিলির নেতৃত্বে চারজন খেলোয়াড় ডাবল ডিজিটের স্কোর করে বিজয় ছিনিয়ে আনেন। এডনা ইসাইয়ানজাঙ্গি, নেগিন রাসুলিপুর এবং ফায়েজেহ শাহরিয়ারি প্রত্যেকেই ১১ পয়েন্ট করে দুর্দান্ত জয় নিশ্চিত করেন। মঙ্গলবার ইন্দোনেশিয়ার মুখোমুখি হয় ইরান।

বি গ্রুপে রয়েছে কাজাখস্তান, থাইল্যান্ড, জর্ডান ও শ্রীলঙ্কা। সূত্র: তেহরান টাইমস