এএফসি নারী ফুটসাল এশিয়ান কাপে ফিলিপাইনকে হারাল ইরান
পোস্ট হয়েছে: মে ৮, ২০২৫
 
  
		  	ইরান বুধবার সকালে এএফসি নারী ফুটসাল এশিয়ান কাপ চীন ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছে। ম্যাচের শেষের দিকের একটি গোলে ফিলিপাইনকে হারিয়ে জয় নিশ্চিত করে ইরানি দল।
 টুর্নামেন্টে অভিষেক হওয়ার পর ফিলিপাইন প্রতিযোগিতার ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইরানের বিরুদ্ধে। টিম মেল্লি ২০১৫ এবং ২০১৮ সালের উভয় আসরে শিরোপা জয় করে। ইরানিরা ১০টি ম্যাচের প্রতিটিতে জয় ঘরে তোলে।
টুর্নামেন্টে অভিষেক হওয়ার পর ফিলিপাইন প্রতিযোগিতার ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইরানের বিরুদ্ধে। টিম মেল্লি ২০১৫ এবং ২০১৮ সালের উভয় আসরে শিরোপা জয় করে। ইরানিরা ১০টি ম্যাচের প্রতিটিতে জয় ঘরে তোলে।
ইরান মারাল তোরকামান হোহোট স্পোর্টস সেন্টারে গ্রুপ বি-এর লড়াইয়ে ম্যাচের শেষের দিকে তিন পয়েন্ট সংগ্রহ করে ফিলিপাইনের হৃদয় ভেঙে দেয়।
টিম মেল্লির শুক্রবার এবং রোববার যথাক্রমে হংকং এবং ভিয়েতনামের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। সূত্র: তেহরান টাইমস
