এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এ এগিয়ে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০২৫

শনিবার এএফসি মহিলা এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬ বাছাইপর্বের গ্রুপ এ-তে ইরান জর্ডানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার টিকিট নিশ্চিত করেছে।
সারা দিদার এবং নেগিন জান্দির দ্বিতীয়ার্ধের গোলে ইরান হেড-টু-হেড অনুপাতের ভিত্তিতে গ্রুপের শীর্ষে উঠে আসে। উভয় দলই নয় পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে।
লেবাননের বিপক্ষে পরাজয়ের পর মধ্য এশিয়ার দলটি মুক্তির চেষ্টা করছিল। সেক্ষেত্রে জর্ডানই ছিল নিখুঁত রেকর্ড নিয়ে জয়ে প্রত্যাবর্তন করার সুযোগ এবং সেই সুযোগ কাজেও লাগায় ইরানি স্কোয়াড। সূত্র: তেহরান টাইমস