শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

এএফসির বর্ষসেরা তরুণ খেলোয়াড় ইরানের মেহদি গায়েদি

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৫, ২০২১ 

news-image

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের মেহদি গায়েদি। জাতীয়, মহাদেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের উদীয়মান এই ফুটবলার ২০২০ সালের সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন।

এএফসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, ২০২০ সালে সিনিয়র ক্লাব এবং তরুণ ও সিনিয়র জাতীয় দল পর্যায়ে পারফরমেন্সের জন্য এশিয়ার পুরুষ খেলোয়াড়দের এই স্বীকৃতি দেয়া হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত যাদের বয়স ২৩ অথবা তারও কম তাদের মধ্য থেকে এই বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।