সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

উচ্চ গতির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জাহাজ উন্মোচন ইরানের

পোস্ট হয়েছে: মে ৫, ২০২৫ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী নতুন উচ্চ গতির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি জাহাজ তৈরি করেছে। সদ্য উম্মোচিত এই লঞ্চপ্যাড থেকে ১১৬ নটিক্যাল মাইল (প্রায় ২১৫ কিমি/ঘন্টা) গতিতে ক্ষেপণাস্ত্র গন্তব্যে পৌঁছাতে সক্ষম। এটিকে ইরানের নৌ সক্ষমতায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বুধবার ১১৬ নটিক্যাল মাইল গতিতে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজটির সফল উম্মোচন ঘোষণা করেছেন। স্থলের হিসাবে প্রতি ঘণ্টায় প্রায় ২১৫ কিলোমিটার গতিতে ছুটবে ক্ষেপণাস্ত্র। জাহাজটি সব ধরনের প্রযুক্তিগত এবং বিশেষায়িত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানান তিনি।

‘‘আমরা একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ তৈরি করেছি যার গতি ১১৬ নট, যা স্থলে ঘন্টায় ২১৫ কিলোমিটারের সমতুল্য। এটির সকল প্রযুক্তিগত এবং বিশেষায়িত পরীক্ষা সম্পন্ন করেছে,’’ বলেন তাংসিরি। সূত্র: মেহর নিউজ