শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইসলামি সামরিক জোটে ইরানকে নিতে রাহিল শরীফের শর্ত

পোস্ট হয়েছে: জানুয়ারি ১১, ২০১৭ 

news-image
সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী ইসলামি সামরিক জোটের প্রধান নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রাহিল শরীফেরর নিয়োগে অনুমোদন দিয়ে বলেছেনএটি পাকিস্তানের জন্য সম্মানের। তবে দায়িত্বগ্রহণের পূর্বে সৌদি আরবের কাছে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন জেনারেল রাহিল শরীফ। অন্যতম শর্ত হচ্ছে জোটে ইরানের অন্তর্ভুক্তি। মঙ্গলবার সামা টিভির সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান জেনারেল (অ.) আমজাদ হোসেন। ।
জেনারেল আমজাদ হোসেন বলেনরাহিল শরীফ ইসলামি জোটের প্রধান হতে সৌদি আরবকে তিনটি শর্ত দিয়েছেন।
এক. এই জোটে ইরানকে অন্তর্ভুক্ত করতে হবে।
দুই. রাহিল শরীফ কারও অধীনে কাজ করবেন না। এমন যেন না হয় যেজোটের মূল ক্ষমতা সৌদি আরবের কোনো কমান্ডারের হাতে থাকলআর তার অধীন হয়ে রাহিল শরীফকে কাজ করতে হলো।
তিন. মুসলিম বিশ্বের সমন্বয় করতে মধ্যস্থতার জায়গায় তিনি কাজ করবেন এই অনুমতি তাকে দিতে হবে। জেনারেল আমজাদ হোসেন আরও জানানজেনারেল রাহিল শরীফের সঙ্গে আমার সাক্ষাত হয়েছে এবং এসব শর্তের কথা তিনিই আমাকে জানিয়েছেন।
এদিকে ইসলামি সামরিক জোটে নতুন করে আরও ৩টি দেশ যোগ দিতে যাচ্ছে। দেশ তিনটি হলো আজারবাইজানতাজাকিস্তান ও ইন্দোনেশিয়া। এই তিনটি দেশ যোগ দিলে জোটে সদস্য রাষ্ট্রের সংখ্যা হবে ৪২।
এর আগে সন্ত্রাস দমনের লক্ষে সৌদি আরব ২০১৫ সালের ডিসেম্বরে ইসলামি সামরিক জোট গঠনের ঘোষণা দেয়। প্রাথমিকভাবে সৌদি আরবজর্ডানইউএইপাকিস্তানবাহরাইনবাংলাদেশবেনিনতুরস্কশাদটোগোতিউনিশিয়াজিবুতিসেনেগালসুদানসিয়েরালিওনসোমালিয়াগ্যাবনগিনিফিলিস্তিনকমোরোসকাতারআইভরি কোস্টকুয়েতলেবাননলিবিয়ামালদ্বীপমালিমালয়েশিয়ামিশরমরক্কোমৌরিতানিয়ানাইজারনাইজেরিয়া। সূত্র:দৈনিক পাকিস্তান