শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইসরাইলি হামলায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দেবে ইরান

পোস্ট হয়েছে: মে ১৮, ২০২১ 

news-image

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলায় ভুক্তভোগীদের জরুরি চিকিৎসা সেবা দেবে ইরান। দেশটির ইমারজেন্সি সার্ভিস অরগানাইজেশন চিকিৎসা সেবা দিতে নিজেদের প্রস্তুত থাকার কথা জানিয়েছে।

সংস্থাটির প্রধান পির হোসেইন কোলিভান্দ ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকিকে লেখা এক চিঠিতে বলেন, ইসরাইলের নৃশংস হামলায় গাজায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে মেডিকেল টিম পাঠানোর জন্য ইরানের ইমারজেন্সি সার্ভিস প্রস্তুত রয়েছে।

গত সোমবার থেকে গাজায় ইসরাইলের চালানো অব্যাহত নৃশংস হামলায় এ পর্যন্ত ১৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৫৮ জন শিশু ও ৩৪ জন নারী রয়েছে। আহত হয়েছে আরও ১২৩৫ জন। সূত্র: তেহরান টাইমস।