শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ

পোস্ট হয়েছে: মে ২০, ২০১৮ 

news-image

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে শুক্রবার ইরানের সর্বত্র বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর লাখ লাখ মুসল্লি রাস্তায় নেমে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।

এসব প্ল্যাকার্ডে ‘ইসরাইল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক’ সহ সাম্রাজ্যবাদ বিরোধী নানা স্লোগান লেখা ছিল।

বিক্ষোভকারীরা বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তর ও গাজায় গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশের নীরবতার সমালোচনা করেছেন। তারা আরও বলেছেন, ইরানিরা ফিলিস্তিনিদের পাশে রয়েছে এবং চূড়ান্তভাবে ফিলিস্তিনিরাই বিজয়ী হবে।

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন ও সহযোগিতা দিতে বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানান ইরানি বিক্ষোভকারীরা।

গত সোমবার গাজায় ইসরাইলি হামলায় ৬০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হওয়ার পর থেকেই ইরানিরা এর বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন। শুক্রবার ইরানের প্রতিটি শহরেই জুমার নামাজের খুতবায় ইসরাইল ও আমেরিকার সমালোচনা করার পাশাপাশি মুসলমানদের মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানানো হয়েছে।

পার্সটুডে।