রবিবার, ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইসরাইলি আগ্রাসনে শহিদ ৯ ইরানি সাংবাদিক

পোস্ট হয়েছে: জুন ২৯, ২০২৫ 

news-image

ইরানের একটি সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে নয়জন সাংবাদিক শহিদ হয়েছেন।

বাসিজ মিডিয়া অর্গানাইজেশনের প্রধান মোর্তেজা কার আমুজিয়ান শনিবার তেহরানে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ ও টার্গেট হামলায় দেশের নয়জনেরও বেশি সাংবাদিক শহিদ হয়েছেন।’’

তিনি আরও বলেন, ১২ দিনের এই যুদ্ধে ১০ জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছেন। তাদের চিকিৎসা এখনও চলছে।

কার আমুজিয়ান আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সংবিধির ৮ অনুচ্ছেদ, অনুচ্ছেদ ২ অনুযায়ী, সাংবাদিকদের উপর আক্রমণ একটি যুদ্ধাপরাধ। এই মিডিয়া বিরোধী অপরাধকে বিশ্ব মিডিয়ার উপেক্ষা করা উচিত নয়। বাসিজ মিডিয়া অর্গানাইজেশন সংশ্লিষ্ট সংস্থাগুলির সহযোগিতায় এই ধরনের হামলার পিছনে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য আইনি এবং আন্তর্জাতিক বিচারের চেষ্টা করবে। সূত্রঃ মেহর নিউজ